মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো : খুলনা নগরীতে দুবৃত্তের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্নবশীল(২৮) নিহত হয়েছেন। আজ ২৪ জানুয়ারী রাত সোয়া ৮ টার দিকে নগরীর তেতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অর্নব খুলনা নগরীর বানরগাতি এলাকার বাসিন্দা চিত্তরঞ্জনশীলের ছেলে।তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে স্নাকোত্তর( এমবিএ) শিক্ষার্থী ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ এহসান হাবিব ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রাত সোয়া ৮ টার দিকে নগরীর তেতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্নবকে লক্ষ্য করে গুলি করেন।তার মাথায় গুলিবিদ্ধ হয়।স্থানীয়রা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।