মো: রবিউল হোসেন খান : খুলনা:
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে গনতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে গতকাল সকালে খুলনার পলিটেকনিক ইনস্টিটিউটে চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শেষ হলো গনতন্ত্র অলিম্পিয়াড ২০২৪। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।খালিশপুর সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেশ পাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক চিফ ইন্সট্রোক্টর যথাক্রমে,সুব্রত সাহা,রফিকুল ইসলাম, এস এম কামরুজ্জামান, সুস্মিতা কুন্ডু,মাজহারুল আলম,মোবাশ্বিরা সুলতানা মনিরা,আবু দারদা আলী,মাহাবুব আলম,মো: শাহীন, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন।উপস্থাপনা করেন, হাঙ্গর প্রজেক্টের সিনিয়র প্রগাম অফিসার রুবিনা আক্তার। পুথিগত বিদ্যার বাহিরে শিক্ষার্থীদের ৫০ মার্কের টিক চিহ্ন পরিক্ষা নেওয়া হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন একই কলেজের শিক্ষার্থী নাজিম উদ্দিন,দ্ধিতীয় স্থান অধিকার করেন সোহাগ মন্ডল,তৃতীয় স্থান অধিকার করেন রকিবুল হাসান। মোট ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়ুথ হন্ডিং হাঙ্গার খুলনা জেলার সদস্য মো: সাব্বির হোসেন সম্পদ, মো: ইমরান হোসেন, মো: খলিলুর রহমান, সাবরিনা আক্তার শান্তা,সুমাইয়া আক্তার বিনথিয়া,জাকিয়া সুলতানা, নুরজাহান আক্তার, শেখ সাদিবিন হাফিজ, শেখ তানভীর জামান,মীর মিশু,মো: রফিকুল ইসলাম, আয়মান শিহাব,ঐশি প্রমুখ।