খুলনা প্রেসক্লাবের ১১ সদস্যের সদস্য পদ বাতিল করা হয়েছে

লেখক:
প্রকাশ: 4 months ago

 

মোঃ রবিউল হোসেন খান : খুলনা : খুলনা প্রেসক্লাবের ১১ সদস্যের পদ বাতিল করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা আজ ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের পরিচালনায় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিল্টন,কৌশিক দে,আহম্মদ মুসা রঞ্জু প্রমুখ। সভায় আজীবন সদস্যপদ পেয়েছেন যারা তারা হলেন,অমল সাহা,মকবুল হোসেন মিন্টু,আব্দুল মালেক। যাদের সদস্য পদ বাতিল করা হয়েছে, শেখ তৌহিদুল ইসলাম তুহিন,শেখ মো: সেলিম, মল্লিক শুধাংশু,মো: আব্দুল হালিম, ফ,ম, সালাম,রাহুল রাহা,দীপ আজাদ,দেবাশীষ জোয়াদ্দার,এস,এম ফরিদ রানা,মো: আতিয়ার রহমান তরফদার, মিনা অছিকুর রহমান দোলন।

 
error: Content is protected !!