খুলনা সংবাদদাতা:
খুলনা মহানগরীর হরিনটানা থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদিকে খুলনা মহানগরীকে মাদকমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল হরিনটানা থানা পুলিশ সন্ধ্যায় নগরীর জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালাম(৩৩) থানা,কালিগঞ্জ,জেলা, সাতক্ষীরাকে ৩০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে।
আটককৃত ব্যাক্তিকে মাদকের উৎস ও এর সাথে জড়িত ব্যাক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।