খুলনা সিটি কর্পোরেশন এলাকায় টিসিবি কার্ডের হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে কেসিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 3 months ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো: খুলনা মহানগরী এলাকায় টিসিবি কার্ডের হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে কেসিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারী সকাল ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগরী এলাকার টিসিবি কার্ডের হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরন কার্যক্রম বিষয়ে ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তাদের সাথে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেসিসির প্রশাসক মো: ফিরোজ সরকার তার বক্তব্য বলেন, তালিকা প্রনয়নের ক্ষেত্রে সচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকৃত সল্প আয়ের পরিবার যেন সরকারের এ সুবিধা গ্রহণ করতে পারে সেদিকে সজাক দৃষ্টি রাখার আহবান জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।উল্লেখ্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) এর মাধ্যমে সল্প মুল্য নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য নিন্ম আয়ের পরিবারের কাছে পৌছে দিতে দেশব্যাপি তথ্য হালনাগাদের কাজ চলছে।খুলনা সিটি কর্পোরেশনের ৩১ টি ওয়ার্ডে ও এ কার্যক্রম চলমান রয়েছে। সভায় এ সময় উপস্থিত ছিলেন, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, টিসিবির খুলনার যুগ্ম পরিচালক মো: আনিসুর রহমান সহ ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ।

 
error: Content is protected !!