মোঃ রবিউল হোসেন খান : খুলনা: খুলনা হার্ডবোর্ড মিল বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় হার্ডবোর্ড মিল গেটে সংগ্রাম পরিষদের আহবায়ক আরিফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাস্টার শফিকুল আলম, খালিশপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, জাতীয়তাবাদী শ্রমিক দল আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মাদ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের খুলনা জেলা কমিটি সাধারণ সম্পাদক জনার্ধন দত্ত নান্টু,কৃষি,শিল্প,পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ। এসময় বক্তারা, জুলাই – আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নেতৃবৃন্দ হার্ডবোর্ড মিল বাচাও সংগ্রাম পরিষদের আন্দোলনে একাত্মতা পোষণ করেন। বাংলাদেশের অন্তবর্তাকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বলেন,এটি বাংলাদেশে একটি মাত্র রাস্ট্রিয় হার্ডবোর্ড মিল। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন( বিসিআইসি) এর অধিনস্থ্য একটি প্রতিষ্ঠান।অবিলম্বে হার্ডবোর্ড মিলকে পুনরায় চালু করে উৎপাদনের ব্যবস্থা চালু করুন ও শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি সহ বেকার সমস্যার সমাধান করুন।মিলগুলোর দুর্নীতি, লুটপাট বন্ধ করে রাস্ট্রিয় সম্পদ রক্ষা করুন।বক্তারা আরো বলেন বিগত সরকার ভারতের সাথে আতাত করে ২৬ টি পাটকল সহ এই মিল গুলো বন্ধ করে শিল্পাঞ্চল খালিশপুরকে অন্ধকার পুরিতে পরিনত করছে।তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রতিষ্ঠান গুলোর উৎপাদন বন্ধ করা হয়েছে।কিন্তু মিল বন্ধ করা হয়নি।পরবর্তী দু তিন মাসের ভেতর মিল গুলো আবার চালু করা হবে।কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় মিল গুলো আজও চালু হয়নি।অথচ পার্শবর্তী রাস্ট্রে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে । বক্তারা অবিলম্বে হার্ডবোর্ড মিল চালুর দাবি জানান।পাশাপাশি যে সকল যৌক্তিক ও ন্যায্য দাবি রয়েছে এবং কেন এই মিল গুলো আধুনিক করে চালানো যাবে না তা সরকারকে ভেবে দেখবার আহবান জানান।পাশাপাশি সরকার ও বিভিন্ন মহলের কাছে, বিভিন্ন সভা,সেমিনারের মাধ্যমে যৌক্তিক দাবি গুলো তুলে ধরতে চাই। এ সময় নেতৃবৃন্দ বন্ধ পাটকল গুলো যত দ্রত সম্ভব চালুর ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ১৩ নং বিএনপি নেতা বারেক হাওলাদার, ১২ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মো: জুয়েল, ১৩ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি আবুল কালাম ও ১৩ নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক শাহিন শিকদার উপস্থিত ছিলেন।