গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 3 months ago

মোঃ শাকিল আহামাদ রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী পৌর শাখার ৪,৫,৬ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে বিএনপি’র উদ্যোগে গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোদাগাড়ী পৌর ৫ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অবঃ)  মোঃ শরিফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রুলু,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশীদ।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সামজাদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরীফ উদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই এক হয়ে ধানের শীষের পাশে থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে আমাদের সকল কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।

এছাড়াও গোদাগাড়ী পৌর শাখার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!