জেলা প্রতিনিধি,
চট্টগ্রামের হাটহাজারীতে প্রবাসী আহাম্মেদ নবী বাড়িতে ৫ আগষ্ট ২০২৪ এক ভয়াবহ লুটপাটের ঘটনা ঘটেছে। লুটপাটকারীরা প্রবাসীর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাঁর স্ত্রী বিবি কুলসুম আক্তারসহ আরও দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। ঘটনায় বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করা হয়।
প্রবাসীর স্ত্রীর বিবি কুলসুম বাদী হয়ে চট্টগ্রাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ৮ আগষ্ট পরবর্তী সময়ে ২০ আগষ্ট মোহাম্মদ ফরিদ নামে একজন বাদী দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়।
মামলায় লিখত হাওয়া ৩৩৪১নং খতিয়ানের ৮ শতক বা ৪ গন্ডা ভিটে বাদীর একটি টিনসেড ঘর। প্রমি এগ্রো লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠানে ডিপো হোল্ডার হন। আসামি গন লুটপাট, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বলে লিখা হয়। এবং ফরিদের উপর মারপিট করা হয় বলে অভিযোগ করা হয়।
অথচ ৩৩৪১ নং খতিয়ানের ২ দাগের অন্তরালে সর্বমোট ১৯ জন ওয়ারিশ থেকে ২ গন্ডা বা ৪ শতক জায়গা হাটহাজারী ও ফতেয়াবাদ রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে ক্রয় করি এবং ওয়ারিশদের থেকে দখল বুঝে প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম মাটি ভরাট করেন ।
বিবি কুলসুম আক্তার গণমাধ্যমকে জানান, “আমাদের বাড়ি লুটপাট ও ভাঙচুরের পরও উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। আমিসহ ছয়জনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে সঠিক বিচার ও নিরাপত্তার দাবি জানাই।”
এই ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করছে। তাঁরা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবার অনুরোধ জানিয়েছেন, যেন এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয়।
এ ধরনের লুটপাট ও মিথ্যা মামলার প্রবণতা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।