নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৪ সমস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জুলাই বিপ্লবের রক্ত জয়ীযোদ্ধা, কুয়াকাটার কৃতি সন্তান, আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. বনি আমিন সিফাত। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার এই তথ্য জানান হয়।
বনি আমিন সিফাত মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে মো. আবুল কালাম-এর ছেলে। তিনি আইন ও বিচার বিভাগে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অধ্যয়নরত আছেন। তিনি জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধাদের একজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক হিসেবে আন্দোলন সফল করতে গিয়ে ১৮ জুলাই গুলিবিদ্ধ হন। এবং প্রতিটা যোক্তিক আন্দোলনে রাজপথে সক্রিয় এই তরুণ।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনটিটিউটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরাসরি কাউন্সিলারদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বিন ইয়ামিন মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান। এতে ২৪ জনকে সহ-সভাপতি ২৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগাঠনবক সম্পাদক বিভাগ ভিত্তিক ) ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষনের জন্য জুলাই গণঅভ্যুথান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।