কলারোয়া(সাতক্ষীরা,) প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আহত হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে বুধবার সকাল ১১-৩০ সময় জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়।
জানা গেছে, শাহাজাহান ও রমজান আলী পিতা মুনতাজ আলী উভয় ভাই ভাই।দুই ভাই মিলে বছর খানেক আগে জমি ক্রয় করে।এবং এই জমি একই দলিলে রেজিস্ট্রি করে।এই জমি ভাগাভাগি করতে গেলে দুই ভাইয়ের মধ্য কথাকাটাকাটি এক পর্যায় মারা মারি শুরু হয়। আহত রমজান আলীর স্ত্রী মাছুরা বলেন আমার স্বামী ও তার ভাই এক দলিলে একটি জমি কেনে সেই জমি ভাগ করতে গেলে সামনের অংশ কে নিবে এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলো হঠাৎ শাহাজাহান আমার স্বামী মোঃ রমজান আলী শেখ (৪২) এর মাথায় তার হাতে থাকা ধারালো দা দিয়ে আঘাত করে এবং আমার স্বামী মাটিতে পড়ে যায় এবং রক্ত বের হতে দেখি। এ সময় আমার উপর মার শুরু করে আমার নাকে মুখে কিলঘুষি মেরে আমাকে ও আহত করে। এই সময় মাছুরার কাছে জানতে চাইলে আরো কেউ আছে কিনা। তিনি বলেন একই গ্রামের আমির আলীর ছেলে শহিদুল ইসলাম ও রফিকুল ইসলামের ছেলে তয়েব শেখ মিলে আমার ও আমার স্বামীকে আহত করেছে।
এ বিষয় শহিদুল এর কাছে মোবাইলের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয় কিছু জানি না আমি বাড়ি ছিলাম না। অন্যদের ফোনেপাওয়া যায়নি। বর্তমান আহতরা কলারোয়া উপজেলা হাসপাতালে ভর্তি আছেন।কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেপিন বলেন, আমি সাতক্ষীরাতে ছিলাম আহতরা হাসপাতালে ভর্তি আছে জানি তবে কোন অভিযোগ দিয়েছে কি জানি না তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।