জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লেখক:
প্রকাশ: 3 days ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)

জয়পুরহাট প্রতিনিধি :

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে- জয়পুরহাট জেলা কালেক্টরেট ভবন ডিসি অফিস চত্বর থেকে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য ওয়াকথন পদযাত্রা শুরু হয়।

ওয়াকথনটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়।

এরপর শহীদ মিনার মঞ্চে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে- ‘কল্যাণ-রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

 
error: Content is protected !!