জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু

লেখক:
প্রকাশ: 4 months ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল) (জয়পুরহাট)।
পরিছন্নতা শুরু হোক আমার থেকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠন বিডি ক্লিন আয়োজনে জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার ( ৬ ডিসেম্বর) বেলা ১১ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাট এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক, আফরোজা আকতার চৌধুরীপুলিশ সুপার এম এ ওহাব,২৫০ সর্দার জেনারেল হাসপাতাল জয়পুরহাটে তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মোমেন ফকির,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জোবায়ের আহমেদ জুবায়ের,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ,বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান রাকিব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় অতিথিরা বিডি ক্লিন এর সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন করেন।

 
error: Content is protected !!