জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ৬০কেজি গাঁজা সহ আটক ২

লেখক:
প্রকাশ: 8 hours ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সকালে শহরের বাটারমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের মিরেস্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে শিপন হোসেন ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা কান্দা এলাকার আব্দুল আলিম কারার ছেলে নাঈম কারার।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিপন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা। সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করতেন। সকালে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদে জয়পুরহাটের বাটারমোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এসময় একটি মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 
error: Content is protected !!