জাবিতে মাইক্সোসফট অফিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 month ago

 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগ ছাত্র সংসদের উদ্যোগে আয়োজন করা হয় মাইক্সোসফট অফিসের উপর কর্মশালা।

শনিবার (১৬ নভেম্বর) নতুন কলাভবনের ১০৩ নাম্বার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ছাত্র সংসদের সহ ক্যারিয়ার বিষয়ক সম্পাদক আকিব সুলতান অর্নবের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালনা করে সাইফুল ইসলাম। কর্মশালাটিতে বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভাগে এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য বিভাগের সভাপতি ও ছাত্র সংসদের সদস্যদের ধন্যবাদ জানান।  এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার জন্যও অনুরোধ করেন।

এ বিষয়ে বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী আল জাবেদ বলেন, আমাদের কম্পিউটার ভীতি অনেক। সারাদিন ফোন নিয়ে থাকলেও আমরা কম্পিউটার ধরতেও অনেকে ভয় পাই। এ ধরনের কর্মশালা আয়োজন অব্যাহত থাকলে আমাদের এ ভীতি ধীরে ধীরে দূর হবে। এমন আয়োজনের জন্য ছাত্র সংসদকে ধন্যবাদ।

বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও দর্শন ছাত্র সংসদের সাংসদ আমিনুর ইসলাম বলেন, আমাদের মূখ্য দায়িত্ব শিক্ষার্থীদের জন্য কিছু করে যাওয়া। আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি। আশা করি এই কর্মশালাটির মাধ্যমে কিছুটা হলেও ভীতি কমবে।  আমরা আমাদের কাজগুলোকে আরও সুন্দর ও সঠিকভাবে করতে পারব।

সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিসা রুশদ বলেন, আমাদের বিভাগের সকলেরই একটা ভয় কাজ করে প্রেজেন্টেশন দেয়ার ক্ষেত্রে ভয় কাজ করে৷ আমরা স্লাইড বানাতে পারি না। একটা সুন্দর রিপোর্ট লিখতে গেলে আমাদের ভয় কাজ করে। এধরনের আয়োজন চলমান থাকলে সামনে আমাদের এই ভীতি দূর হওয়ার পাশাপাশি আমরা আমাদের চাকরি ক্ষেত্রেও সুবিধা লাভ করব।

সংসদের সহ-সভাপতি ও বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রাসেল আকন্দ বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীদের আগ্রহ আছে। তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমাদের বর্তমান পৃথিবীতে তাল মিলাতে হলে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। সংসদের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান কর্মশালাটি পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন ও এই ধারা অব্যাহত রাখতে বলেন।

 

 

 
error: Content is protected !!