জাবির চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

লেখক:
প্রকাশ: 4 weeks ago

 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্রে উপহারস্বরুপ চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন।

২৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ চিকিৎসাকেন্দ্রের প্রধান মেডিকেল কর্মকর্তা ডা শামসুর রহমানের কাছে এই উপহারসামগ্রী হস্তান্তর করেন।

চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে ১০ টি থার্মোমিটার, ৩ টি নেবুলাইজার মেশিন এবং ৫ টি প্রাথমিক চিকিৎসা কীট।

উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমাদের চিকিৎসাকেন্দ্রটি ৫৩ বছরের পুরাতন। তবে এই ৫৩ বছরে চিকিৎসাকেন্দ্রে যে উন্নয়ন হওয়া প্রয়োজন ছিলো তা আমাদের এই চিকিৎসাকেন্দ্রের হয় নি। বর্তমান প্রশাসন চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন ও সংস্কারের সচেষ্ট রয়েছে। ইতমধ্যেই চিকিৎসাকেন্দ্রের সংস্কারের কাজও আমরা শুরু করেছি। আগামীতেও এই চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়নে প্রশাসন সচেষ্ট থাকবে।

বর্তমান প্রশাসনের আন্তরিকতার প্রশংসা করে মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা শামসুর রহমান বলেন, বর্তমান প্রশাসনকে ধন্যবাদ চিকিৎসা কেন্দ্রের দিকে নজর দেওয়ার জন্য। আজকের প্রাপ্ত উপহার সামগ্রী আগামীতে শিক্ষার্থীদের চিকিৎসাতে কাজে লাগবে। পাশাপাশি চিকিৎসা কেন্দ্রের যাতে আরও আধুনিকায়ন করা হয় সেবিষয়ে প্রশাসনের সাহায্য কামনা করব।

#….

 
error: Content is protected !!