জাবির তরী স্কুলের শিশুদের শিক্ষাসামগ্রী দিল লাল সবুজ উন্নয়ন সংঘ

লেখক:
প্রকাশ: 3 months ago

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী স্কুলের শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের হাতে এ উপহার তুলে দেন লাল সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষা সামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু শিক্ষার্থীরা।

এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমরা লালসবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের তরী স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও উপহার বিতরণের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। লালসবুজ উন্নয়ন সংঘ সারাদেশে মাদক ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও আমরা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছি।’

ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রববানী বলেন, ‘আমি আশা করবো লাল সবুজ উন্নয়ন সংঘ তাদের এই মহৎ কাজ অব্যাহত রাখবে। আমাদের ক্যাম্পাসে যেসব শিশুরা বসবাস করে তারা সবাই আমাদের ভালোবাসা যত্নে শিক্ষা গ্রহণ করবে এবং বেড়ে উঠবে, এই আশা ব্যক্ত করছি।’

এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, তরী স্কুলের সভাপতি শাফায়াত মীর, সম্পাদক কাউসার এবং লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের কার্যনির্বাহী সদস্য তুবা, হাদি, ইব্রাহিম, ইমন,নাদিয়া, রিনাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
##…

 
error: Content is protected !!