"জীবন একটাই, তাকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন" এই প্রতিপাদ্যের জামালপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে জিলা স্কুল মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়,আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী করেন। প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন জামালপুর একাডেমি বনাম ইসলামপুর একাদশ।
জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরফিন আক্তার মনি'র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যালএইড অফিসার আল মামুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ, ক্যাপ্টেন মেহেদী হাসান সৌরভ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমুখ।
জামালপুর একাডেমি-১ ইসলামপুর একাদশ-১ খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে ২-১ গোলে জামালপুর ফুটবল একাডেমি জয় লাভ করেন।
খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির রতন। খেলার ধারা ভাষ্যকারে ছিলেন ক্রীড়া সংগঠন সোহানুর রহমান
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।