তারুণ্যের এই বিজয় বহির্বিশ্বে গৌরবের শহিদ বাংঙ্গালী জাতির এই বিজয় উল্লাস। তথ্য অফিস, জামালপুর, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সরকারি জাহেদা সফির কলেজ ভেন্যুতে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম; বিশেষ অতিথি জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রফেসর খন্দকার মাহফুজুল হক, অধ্যক্ষ, সরকারি জাহেদা সফির কলেজ, জামালপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ জালাল উদ্দিন (জেলা সিনিয়র তথ্য অফিসার),জামালপুর, আরো জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত থাকেন।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।