জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাতীয় এবং ক্যাম্পাসভিত্তিক নিরাপত্তার নিশ্চিতের দাবিতে  মশাল মিছিল

লেখক:
প্রকাশ: 1 month ago

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জাতীয় এবং ক্যাম্পাসভিত্তিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশার মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘অভ্যুত্থান রক্ষা আন্দোলন’

বুধবার (১৩ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। এরপর মিছেলটি নিয়ে পদার্থ বিজ্ঞান অনুষদ এবং বঙ্গবন্ধু হল সংলগ্ন সড়ক ঘুরে বটতলা এলাকায় এসে মিছিল শেষ করেন তারা। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ তারা।

এসময় মিছিলে “সারাদেশের নিরাপত্তা, নিশ্চিত কর করতে হবে”, “ক্যাম্পাসে নিরাপত্তা, নিশ্চিত করে করতে হবে”, “শ্রমিকের নিরাপত্তা, নিশ্চিত কর করতে হবে”, “খুন নৈরাজ্যের ঠিকানা, স্বাধীন দেশে হবে না”, “শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ, চব্বিশের বাংলাদেশ  ইত্যাদি স্লোগান দেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী  আঞ্জুম শাহরিয়ার বলেন,
এই সময়ে এসে আমাদের প্রত্যাশা ছিলো প্রতিটি মানুষ রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা পাওয়ার কথা সেটি পাবে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় অন্তর্বতিকালীন সরকার দায়িত্ব নেয়ার তিন মাস পার হলেও দেশে এখনো বিভৎস হত্যাকান্ড  হচ্ছে। এখনো তারা সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করছে না। যার কারণে জন নিরাপত্তা প্রচন্ডভাবে বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসগুলোতেও  বিশৃঙ্খলা থামছে না। অনতিবিলম্বে সকল স্তরে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

আরেক শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান বলেন, এই সরকার আইন-শৃঙ্খলা জোরদার না করতে পারায় সিলেটের কানাই ঘাটের মুনতাহা হত্যা, বিভিন্ন সময়ে সীমান্তেসহ সারা দেশে নানা হত্যাকান্ড ঘটে যাচ্ছে। ফ্যাসিস্ট আমলে এমন হত্যা করেও খুনিরা পার পেয়ে যেত, আমরা চাই অন্তর্বতি সরকার  এমন ব্যাবস্থা নিবে যাতে ল’ এবং অর্ডার ঠিকভাবে চলে।

#…….
হাবিবুর রহমান সাগর
০১৭৬২১৫৯৮৬৭

 
error: Content is protected !!