জহুরুল ইসলাম জপি ( শেরপুর জেলা প্রতিনিধি)
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেঠাতো ভাইয়ের হাতে ওয়াসিম আকরাম (২৭) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
(২) ডিসেম্বর সোমবার সকালে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য ওয়াসিম আকরাম এই গ্রামের মোঃ হাসেন আলী ছেলে,
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (৩৪বীর) সিলেটের জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসেন আলী ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আ. সালাম গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। অপরদিকে গত কয়েকদিন পূর্বে সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আ. সালাম ও জ্যাঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও গাড়ে কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।
এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ -পরিদর্শক (তদন্ত )মোঃ জাহঈীর আলম বলেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।