ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর দেয়া শীতবস্ত্র পেলেন ৩০০ শীতার্ত পরিবার

লেখক:
প্রকাশ: 8 hours ago

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) বিকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ নুরুজ্জামান বাদল। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা শুরা সদস্য আলহাজ মাওঃ মোঃ নূরুন্নবী,ঝিনাইগাতী উপজেলা জামায়াতের ইসলামীর আমীর  মাওঃমোঃ নূরুল ইসলাম, সেক্রেটারি মোঃ ফরহাদ হোসাইন,মোঃ আব্দুর রহিম  মোঃ আসাদুল্লাহ সিরাজী, মালিঝিকান্দা ইউনিয়ন শাখা সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মি, এলাকার গন্যমান্যগ্যক্তিবর্গ, সুবিধাভোগি হতদরিদ্র শীতার্ত পরিবারের সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!