জহুরুল ইসলাম জপি
শেরপুর জেলা প্রতিনিধি:
ঢাকা টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর খুনি সা'দ পন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর দুপুর ২টায় শেরপুর জেলার সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে শহরের থানামোড় চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সভাপতি আল্লামা আজিজুল হক, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাসেমী।
এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি খালিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আবু তালেব মোহাম্মদ সাইফুউদ্দিন, মাওলানা সুলতান আহম্মেদ, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা ফারুক আহম্মেদ, মুবাল্লেগ সানী, মাওলানা আব্দুল হালিম।
এসময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর সা'দ পন্থীদের অতর্কিত হামলায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ফাঁসির কার্যকর করতে হবে। ছাদের সন্ত্রাসী বাহিনীদের বাংলাদেশে থেকে বিতারিত করা হবে। বক্তারা সাত দফা দাবি উল্লেখ্য করে বলেন আমাদের এ দাবিগুলো যদি প্রধান উপদেষ্টা না মানেন তাহলে আমরা সর্বস্তরের তৌহিদী জনতা সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে।
প্রতিবাদ সমাবেশ শেষে থানামোড় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ডিসি অফিসে গিয়ে শেষ হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর ডিসি মাধ্যমে কাছে স্বারকলিপী প্রদান করেন।
এসময় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রায় ৫ হাজার তৌহিদী জনতা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।