তজুমদ্দিনে বিএনপি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শাহরুখ হাফিজ।
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর জ্যেষ্ঠ পুত্র সাবেক লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহরুখ হাফিজ ডিকু।
বুধবার (০৬ নভেম্বর) বিকালে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সুইচ ঘাটে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, সোনাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ ফিরোজ শিকদার, জাকির হোসেন মনু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সেলিম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
উল্লেখ্য, গত ০৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত তজুমদ্দিন উপজেলা বিএনপি’র রাজনৈতিক ও সাংগঠনিক পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে সার্বিক খোঁজ-খবর সম্পর্কে মতবিনিময় হয়।