খন্দকার নিরব, ভোলাঃ
ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন, চিকিৎসা ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক হাসান মাকছুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ার আলম, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম, মিডিয়া হাউজের নুরুল আহাদ তসলিম চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহানসহ প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।