মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর গ্রামে ২০২৪-২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা আয়োজিত হয়েছে।
সোমবার(১৮নভেম্বর) কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আমবাগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রানীনগর, নওগাঁ-র আয়োজনে মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্যাটার্ন ছিলো সরিষা, বোরো, রোপা, আমন। এসময় সরিষার বিভিন্ন জাত, কিভাবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায় এবং এতে কি কি উপকারিতা পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রায় ৩শত কৃষকের উপস্থিতিতে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহমুদুল ফারুক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ড.মোঃ আব্দুল আজিজ, অতিরিক্ত পরিচালক,(সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং, খামারবাড়ি, ঢাকা। এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: মকলেছুর রহমান বাবু, কাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: খলিলুর প্রাং এবং আব্দুর রাজ্জাক প্রমুখ।