মোঃ আরাফাত আলী
নওগাঁ জেলা প্রতিনিধি
মেয়াদ উত্তীর্ণ, আমদানিকারকের সীল ছাড়া পণ্য সংরক্ষণ করার দায়ে ত্রিমোহনী বাজারের ৫ প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার(১১নভেম্বর) নওগাঁর রানীনগর উপজেলার ত্রিমোহনী বাজারে দুপুর বারোটা নাগাদ এই অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুবেল আহমেদ এর পরিচালনায় বিভিন্ন অপরাধে ৫প্রতিষ্ঠানের জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স পল্লী ট্রেডার্স, দেবনাথ স্টোরসহ আরো দুইটি দোকান এবং আমদানীকারকের সীল ছাড়া ভারতীয় পণ্য সংরক্ষণের অপরাধে সাহা বুক ডিপো এন্ড কসমেটিকস স্টোরকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন ‘সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই অভিযান।’ পরবর্তী অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।
অভিযান চলাকালে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্য কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসনও উপস্থিত ছিলেন।