মোঃ রবিউল হোসেন খান : খুলনা:
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়।ঐতিহ্যেগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠী মানুষের সবস্থানই এদেশের প্রতিটি বৈশিষ্ট। সংবিধানে এ দেশের প্রতিটি নাগরিকের ধর্ম পালন, ব্যবসা,রাজনীতি, শিক্ষা সহ সকল ক্ষেত্রে মানবাধিকারের কথা রয়েছে। দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সম্প্রতি - সৌহার্দ্যর সম্পর্ক বিনষ্টের জন্য কিছু কায়েমি -সার্থবাদী দুস্কৃতিকারী অপচেষ্টা চালায় তাদের প্রতিহত করার জন্য সরকার সজাক আছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়।উপদেষ্টা আরো বলেন, অন্তবর্তিকালীন সরকার ক্ষমতা গ্রহনের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতি চাঙ্গা হচ্ছে ও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।আমরা মন্থর হয়ে যাওয়া ইসলামিক ফাউন্ডেশনের গতি ফিরিয়ে আনতে চাই। ফাউন্ডেশনের ৪ টি বিভাগ এক সময় বিশ্বকোষ অনুবাদ সহ গবেষণা মুলক অনেক বই প্রকাশ হতো।যা এখন বন্ধ আছে।এ প্রতিষ্ঠানের প্রান ফিরিয়ে আনতে হবে।তিনি আরো বলেন, বায়তুলমোকাররম মসজিদের সংস্কারের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর দৃষ্টিনন্দন ও ধর্মিয় ভাব গাম্ভির্যময় আইকন মসজিদে পরিনত করা হবে।এ বছর হজের বিভিন্ন প্যাকেজে খরচ কমেছে। সরকারী ব্যবস্থাপনায় হজে গমেনুচ্ছুর সংখ্যা কমার কারণ বের করে সমাধান করা হবে।
আগামীতে সমুদ্র পথে হজে যাওয়া সুযোগ সৃষ্টি হচ্ছে।খুলনা জেলার ১১ টি মডেল মসজিদের ছয়টি উদ্ভোধন হয়েছে।চারটি নির্মানাধীন ও একটি উদ্ভোধনের অপেক্ষায় রয়েছে। সারাদেশে উদ্ভোধনের অপেক্ষায় থাকা ৪০ টি মডেল মসজিদে প্রধান উপদেষ্টার মাধ্যমে অনলাইনে উদ্ভোধনের ব্যবস্থা করা হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ ৯ নভেম্বর খুলনা জেলা ইসলামিক ফাউন্ডেশনের ওলামা মাশায়েখদের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবার কালে এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো: ইউসুফ আলীর সভাপতিত্বে সাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন খুলনা খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহম্মদ জালাল আহমেদ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: তবিবুর রহমান,ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার।মতবিনিময় সভায় ওলামা মাশায়েখ সহ তিন শত ইমাম অংশ গ্রহণ করেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।