মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পারভেজ হোসেন(৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত পারভেজ হোসেন নওগাঁ সদরের চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
আজ সোমবার (৩০ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার পিরোজপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী পারভেজ হোসেন ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভেজ নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে আসার সময় পিরোজপুর হিন্দুপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ধাক্কায় ছিটকে পড়ে পারভেজ হোসেন ঘটনাস্থলেই নিহত হোন। সে সময় পিকআপ চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, 'ঘটনাস্থলে গাড়ি রেখে চালক পালিয়ে যাওয়ায় পিকআপটি থানা হেফাজতে নেয়া হয়েছে। কোনো অভিযোগ কিংবা বাদী না থাকায় নিহতের পরিবারের অনুরোধ এবং সর্বসম্মতিক্রমে লাশটি দাফনের জন্যে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।