নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের উদ্বোধন

লেখক:
প্রকাশ: 5 hours ago

মোঃ আরাফাত আলী

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে শহরের এটিএম মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।

জানা গেছে, ৫ দিন ব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট ২২ টি টিম অংশ গ্রহন করবে। প্রথম দিনে রাণীনগর ও আত্রাই উপজেলার মধ্যে দুটি ম্যাচ এবং মান্দা ও নিয়ামতপুর উপজেলার মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!