মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক কেয়ারটেকারদের কে নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা হল রুমে মোঃ আবুল রেজাউল ইসলাম জিসি এর সঞ্চলনায় ও মোসাঃ মল্লীকা খাতুন, ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, - এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষিকা কেয়ারটেকারগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও হামদনাতের মধ্য দিয়ে শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ রনি আহমেদ, হামদ ও নাত পেষ করেন মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আত্রাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, এমসি আত্রাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ আব্দুল জলিল জিসি, ইসলামিক ফাউণ্ডেশন, আত্রাই। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ সম্পাদক আত্রাই প্রেসক্লাব, মোঃ রফিকুল ইসলাম, সভাপতি শিক্ষক সমিতি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামাল হোসেন বলেন 'আপনারা শিক্ষার্থীদের কে বুঝাবেন কোন শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বাদ না পরে। আমরা আল্লাহর হুকুম মেনে চলবো। আমরা সবাই সৎ কর্মে অংশগ্রহণ করবো। সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করবো।' অনুষ্ঠানটি দেশবাসীর শান্তি কল্যান কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।