নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):

দেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ।

শনিবার(০৭ডিসেম্বর) সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। সেই সাথে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। সকাল হলেই দ্রুতই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের। তাই বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতাও কমে যাচ্ছে। কিন্তু শীতের প্রকোপে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বাড়ছে। জবুথবু হয়ে পরছে জনজীবন।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ শনিবার সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার ফলে শীতের তীব্রতা আগামীতে বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

 
error: Content is protected !!