নওগাঁর মহাদেবপুরে এক নবজাতকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: 1 month ago

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁয় মহাদেবপুর উপজেলার কলোনীপাড়া এলাকার আত্রাই নদীর পাড় থেকে ক্ষত-বিক্ষত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে আত্রাই নদীর পাড়ে শেয়াল কিংবা অন্যান্য হিংস্র প্রাণী-এ খাওয়া অবস্থায় একটি নবজাতকের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে স্থানীয় লোকজন। শিশুটির নিচের অংশ ও একটি হাত শেয়াল বা অন্য কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তবে মুখমন্ডলসহ উপরের অংশ অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তার অপকর্ম আড়াল করতে নবজাতকটিকে হত্যা করে সেখানে ফেলে যায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, ‘খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

 
error: Content is protected !!