নওগাঁ-১৬ বিজিবির অভিযানে সীমান্তে এক চোরাকারবারি আটক

লেখক:
প্রকাশ: 2 months ago

 

মোঃ আরাফাত আলী
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ ১৬বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্তে ২২৬ টি মোবাইল এবং একটি মোটরসাইকেল সহ এক চোরাকারবারি আটক। বুধবার(০৬নভেম্বর) রহনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত চোরাকারবারি শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মহিদুল(৩৮)। নওগাঁ ব্যাটালিয়ান (১৬বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি জানান,’ গোপন সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় রহনপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল রহনপুর সীমান্তে ২২৬টি ভারতীয় মোবাইলফোন এবং একটি মোটরসাইকেল সহ ওই চোরাকারবারিকে করেছে। মোবাইলফোনগুলি ২৬টি প্যাকেটে রক্ষিত ছিলো। তিনি আরো জানান, ১৬ বিজিবির নেতৃত্বে ইতিপূর্বে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, কাপড় সহ বিভিন্ন ধরনের বিদেশি সামগ্রী সহ অনেক বড় বড় চোরাচালান ধরা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 
error: Content is protected !!