নকলায় ‘জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

লেখক:
প্রকাশ: 5 days ago

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী-এঁর স্মৃতি স্মরণে ‘মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান। কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে বক্তব্য রাখেন তাঁর ছোট ভাই উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী।

পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার প্রমুখ।

পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোনায়েম সরকার, জেলা বিএনপি সাবেক সদস্য এনামুল হক রিপন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর, ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদি সাধারণ জনগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী খেলায় ‘কুর্শাবাদাগৈড় একাদশ’ এবং ‘এস.এস.সি ব্যাচ-২০২০ একাদশ’ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

 
error: Content is protected !!