মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন শৃংখলা নিয়ন্ত্রনে সর্বদা,তৎপর। সমগ্র দেশব্যাপি শুরু হওয়া ” অপারেশন ডেভিল হান্টের ” অংশ হিসেবে খুলনা মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী,, কিশোর গ্যাং,সর্ন চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী,হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বাইপাস সড়কে মিঠু গ্যারেজের সামনে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম আভিযানিক টিম কৌশলে সন্ত্রাসী ইনসান শরিফ (২৯) পিতা, মোশারফ হোসেন, সাং, সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক, থানা,সোনাডাঙ্গা, খুলনাকে অস্ত্র গোলাবারুদ সহ হাতেনাতে আটক করে। আটককৃত সন্ত্রাসী ইনসানের হেফাজত হতে ১ টি ওয়ান শুটার গান,২ রাউরাউন্ড কার্টুজ এবং সন্ত্রাসী কর্মকান্ডে পরিচালনায় ব্যবহ্নত একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৮। তারিখ : ১০/২/২৫। প্রাথমিক অনুদসন্ধান ও থানার রেকর্ড পত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরিফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২ টি হত্যা মামলা সহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই করা হচ্ছে।উদ্ধারকৃত অস্ত্রদ্ধারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধ জনক ঘটনা সংঘটিত করেছে কিনা আসামীকে জিজ্ঞসাবাদ সহ অবৈধ অস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহ্নত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে কারা জড়িত এর মুল রহস্য উদঘাটন পুর্বক জড়িত সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কার্যক্রম অব্যাহত আছে।