নগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,গতকাল বিকেলে লবন চোরা থানাধীন বিশ্বরোড মোড় থেকে নয়ন শেখ(২৪) কে আড়ংঘাটা থানা পুলিশ ২০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে।একই দিন সন্ধ্যায় দৌলতপুর থানা পুলিশ মধ্য ডাঙ্গা কৃষি কলেজের সামনে থেকে আনোয়ার হোসেন (৪৫) কে ৫০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে। সোনাডাঙ্গা থানার বানরগাতি কাশেমাবাদ এলাকা থেকে ডিবি পুলিশ সপ্না খানম(২৫) কে ২০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে। আড়ংঘাটা থানা শলুয়া বাজার বটতলায় প্রকাশ্য মাদক পানে মাতলামি করার দায়ে পুলিশ মীম জাল শেখ ওরফে বকুল শেখ(২১) নামের একজনকে আটক করেছে।তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।