নগরীর খুলনার খালিশপুরে কেসিসির অভিযানে  সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ ও জরিমানা। 

লেখক:
প্রকাশ: 2 months ago

মোঃ রবিউল হোসেন খান :
খুলনা: নগরীর খুলনার খালিশপুরে কেসিসির অভিযানে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ ও জরিমানা করা হয়েছে। গতকাল দিনব্যাপি নগরীর খালিশপুর এলাকার সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ সহ অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্নার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়।অবৈধ দখল অপসারন কালে নগরীর মুজগুন্নী মেইন সড়কে পুরাতন মালামাল ফার্নিচার ব্যাবসায়ী আকমল হোসেনকে সড়ক ও ফুটপথের মালামাল রেখে ব্যাবসা পরিচালনা করার অপরাধে ৫ হাজার টাকা ও একই অপরাধে গোয়ালখালী মুদি দোকান  আবিদ হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া মুজগুন্নী মহাসড়কে ড্রেনের উপর কেসিসির নির্ধারিত জমিতে চায়ের দোকান সহ বিভিন্ন দোকান অপসারণ করা হয়।
পাশাপাশি অন্যান্য অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণের জন্য ১ দিন সময় বেধে দেওয়া হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ কেএমপির পুলিশ সদস্যগন অপসারণ কার্যক্রমে অংশ গ্রহণ করে। জনসার্থে প্রতিদিন এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।উল্লেখ্য খুলনা মহানগরীতে দীর্ঘ দিন যাবত ফুটপথ দখল করে ব্যাবসা করে আসছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।এতে নগরীতে যানজট সহ বিভিন্ন দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়ত নগরবাসীকে। আর কেসিসি এলাকায় জনদুর্ভোগ লাঘোবের  জন্য কতৃপক্ষ বধ্য পরিকর।এরই ধারাবাহিকতায় কেসিসির প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা অপসারণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না।
 
error: Content is protected !!