নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

লেখক:
প্রকাশ: 1 month ago

 

শেরপুর জেলা প্রতিনিধি :

অসুস্থ মায়ের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে মেয়ে আমিরনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ীতে এ দুর্ঘটনার পর শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ জানায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরণ খাতুন শুক্রবার বিকেলে শেরপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌছলে ব্যাটারি চালিত রিকশাটি ভাঙা সড়কে আকস্মিক ঝাঁকি দেয়। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মারা যান তিনি। আমিরণ নকলা উপজেলার জনৈক রুবেল মিয়ার স্ত্রী। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 
error: Content is protected !!