নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্যর পদত্যাগ, এমইউজে ভোট স্থগিত

লেখক:
প্রকাশ: 1 day ago

 

মো: রবিউল হোসেন খান : খুলনা : নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্যর পদত্যাগ, এমইউজে ভোট স্থগিত করা হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতে আদেশ চুড়ান্তভাবে নিস্পত্তি না করায় আইনি আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম সদস্য মিজানুর রহমান মিল্টন এর পদত্যাগ ও বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের তোপের মুখে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের খুলনার ভোট স্থগিত করেছেন বিএফইউজের নেতৃবৃন্দ।আজ ২১ ডিসেম্বর পুর্ব নির্ধারীত বার্ষিক সাধারণ সভায় বিএইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বিএনপি নিয়ে আপত্তিকর মন্তব্য উপস্থাপন করায় সাধারণ সভা শেষে ক্লাব লাউঞ্জে সাধারণ সদস্যদের তোপের মুখে পড়েন তিনি।সাধারণ সদস্যরা বিএনপি নিয়ে আপত্তিকর মন্তব্য জানতে চাইলে তিনি কোন জবাব দিতে না পেরে ক্লাব ত্যাগ করেন।পরবর্তীতে বিএফইউজের নেতৃবৃন্দ পুনরায় ক্লাবে আসলে এমইউজের একটি বৃহৎ অংশ দ্ধিতীয় সভায় যোগ না দেওয়ায় এমইউজের নির্বাচন স্থগিত ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য গত বৃহস্পতিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ২১ ডিসেম্বর সকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচন স্থগিত করেন।এর আগে ইউনিয়নের সদস্য খায়রুল আলম ও আর জি উজ্জলের অভিযোগে গত ১৯ ডিসেম্বর শ্রম অধিদপ্তর খুলনার –
৪০,২০,০০০০,১০৩,৩৪,২১০৮( দ্ধিতীয় খন্ড) ১২/১৯৭৪ নং স্মারক অনু্যায়ী ৩ শ্রম ৯২/২০৬৪ এর ২২/১২/২০২০ এবং আপিল নং ০৬/২০২১ মাননীয় শ্রম আপীল ট্রাইবুনাল নং – ০৬/২০২১ – তারিখ ১৯/১/২০২১ নির্বাচন পরিচালনা কমিটিকে চিঠি দেয়।চিঠিতে উল্লেখ করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( রেজি: নং- ১০৬৭) সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মুল উদ্দেশ্য সাংবাদিক পেশায় নিয়োজিত সকল সদস্যর পেশাগত মান উন্নয়ন, তাদের সার্থ সংরক্ষণ, দায়িত্ব পালনের দিকে নজর,সাংবাদিকদের সাধীনতা অক্ষুন্ন রাখা। আগামী ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দ্ধি- বার্ষিক নির্বাচন ঘোষণা করা হয়েছে। আর এই নির্বাচনকে ঘিরে নানা অসঙ্গতি ও অনিয়ম সৃষ্টি হয়েছে (কপি সংযুক্ত) । ২-০।এ দপ্তরের নথি পর্যালোচনান্তে দেখা যায়, মাননীয় শ্রম আদালত খুলনায় দায়েরকৃত মামলা নং শ্রম- ৯২/২০১৪ এর ২২/১২/২০২০ খ্রি: তারিখে রায়ের বিরুদ্ধে জনাব রফিউল ইসলাম টুটুল মাননীয় শ্রম আপীলেট ট্রাইবুনাল, ঢাকায় আপীল নং- ০৬/২০২১ দায়ের করেছেন। মাননীয় শ্রম আপীল, ঢাকা আপীল নং – ০৬/২০২১ এর ১৯/০১/২০২১ খ্রি: তারিখের আদেশ নং- ২। নিন্মরুপ: Let operation of the impugnet jugement and order dated: 22/12/2020 passed by the learned chairman, Labour Court, Khulna in srama case no: 92/2014 be stayed till for further order. ৩ – ০। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত- ১৮) এর ধারা ৩১৭(৪) (ঘ) এর বিধান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/ ২০১৪ এর ০৮-০৭-২০২৪ খ্রি: তারিখের নির্দেশনা মোতাবেক পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন, খুলনার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান থাকলেও আগামী ২২ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( রেজি নং- খুলনা- ১০৬৭) অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে এ দপ্তরকে অবহিত করা হয়নি।এমতাবস্থায় অনুচ্ছেদ ০১ উল্লেখিত অভিযোগ এবং অনুচ্ছেদ ০২ ও ০৩ এ উল্লেখিত বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হলো।

 
error: Content is protected !!