রেজুয়ান হাসান নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দিন দিন বাড়ছে অনলাইন প্রতারণার ঘটনা। তরুণ প্রজন্ম বেশি লাভের লোভে পড়ে জুয়া ও ভুয়া সাইটের মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। একইসঙ্গে নারীদের ব্যবহার করে দেহব্যবসা ও ব্ল্যাকমেইলের মতো অনৈতিক কার্যক্রম সমাজে ছড়িয়ে পড়ছে।
জুয়া ও লোভের জালে বন্দি তরুণরা,
স্থানীয় সূত্র জানায়, অনলাইন জুয়ার কৌশল এখন এতটাই সহজলভ্য হয়েছে যে, তরুণরা সহজেই এতে জড়িয়ে পড়ছে। অধিক মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন সাইট তাদের টার্গেট করছে। এর ফলে বহু তরুণ আর্থিকভাবে নিঃস্ব হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।
নারীদের ব্যবহার করে প্রতারণা,
সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি চক্র, যারা ভুয়া পরিচয় ও মুখোশধারী নারীদের ব্যবহার করে তরুণদের প্রতারণার জালে ফাঁসাচ্ছে। এ চক্রের মূল উদ্দেশ্য অর্থ আদায় ও ব্ল্যাকমেইল করা।
পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব,
তরুণদের এই অবক্ষয় শুধু তাদের ভবিষ্যৎ নয়, তাদের পরিবার ও সমাজেও বিরূপ প্রভাব ফেলছে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি, এসব ঘটনা মানসিক চাপ ও হতাশার সৃষ্টি করছে।
প্রশাসনের উদ্যোগ প্রয়োজন,
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও অপরাধীরা বারবার নতুন কৌশল নিয়ে সক্রিয় হচ্ছে। তাই কেবল সাময়িক অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থা।
সমাধানের দিকনির্দেশনা,
১. তরুণদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করা।
২. অবৈধ ওয়েবসাইট ও অ্যাপস বন্ধে প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া।
৩. স্থানীয় প্রশাসন ও সাইবার ক্রাইম ইউনিটের মধ্যে সমন্বয় বাড়ানো।
৪. সমাজে এই সমস্যা নিয়ে গণসচেতনতা তৈরি করা।
নেত্রকোনার কেন্দুয়ায় এই ক্রমবর্ধমান ,সামাজিক সমস্যা রোধে সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে। তরুণদের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সকলের একসঙ্গে কাজ করা জরুরি।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।