মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে সকালে ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে ‘বিল্ডিং মাইন্ডসেট: ওয়ে টু বি পজিটিভ থিংকার’ এবং বিকেলে শিক্ষকদের অংশগ্রহণে ‘রোল অব ইউজিসি টু এনহ্যান্স কোয়ালিটি অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসি’র আয়োজনে উভয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
আইকিউএসি পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন। উভয় কর্মশালায় কী-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রাইভেট বিশ্ববিদ্যালয় ডিভিশনের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঞা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় নোবিপ্রবি উপাচার্য বলেন ‘এ ধরণের কর্মশালার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। আমি আশা করবো আইকিউএসি নিয়মিত এ ধরণের কর্মশালা ও প্রশিক্ষণ পরিচালনা করবে। আমরা খুব দ্রুত ওবিই কার্যক্রমের দিকে যাবো। একই সঙ্গে নোবিপ্রবিতে একটি এলামনাই এ্যাসোসিয়েশন গড়ে তোলা হবে। এ বিশ্ববিদ্যালয়ের যারা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন তাদেরকে নোবিপ্রবিতে অ্যাডজান্সট্ ফ্যাকাল্টি হিসেবে আনা হবে। নোবিপ্রবিতে একটি ল্যাঙ্গুয়েজ সেন্টার গড়ে তোলার কার্যক্রম হাতে নেয়া হবে। আগামীতে র্যাঙ্কিয়ে কিভাবে নোবিপ্রবিকে আরও এগিয়ে নেয়া যায় সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।’
কী-নোট স্পিকার ড. সুলতান মাহমুদ ভূঞা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতিমালাসমূহ আরও উন্নত ও যুগোপযোগী করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যারা বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন তাদের দক্ষতাকে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই ধারণা যেন না থাকে যে তার শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য শিক্ষা অর্জন করছে, বরং যার যে বিষয়ে দক্ষতা রয়েছে সে সেই বিষয়ে নিজেকে আরও সমৃদ্ধ করে দেশের কল্যাণে কাজে লাগাবে।’
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।