নোবিপ্রবি প্রেসক্লাব কর্তৃক আয়োজিত “জুলাই বিপ্লব ছবি প্রতিযোগিতা

লেখক:
প্রকাশ: 1 month ago

 

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংবাদিক সংগঠন নোবিপ্রবি প্রেসক্লাব ২৪’র স্বাধীনতা এবং রক্তাক্ত জুলাই বিপ্লব স্মরণে আয়োজন করেছে “জুলাই বিপ্লব ছবি প্রতিযোগিতা”।

২৪’র জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করে। এই আন্দোলনে ছাত্রদের আত্মদান, গণআন্দোলন, স্বৈরাচার সরকারের পতন, পরিশেষে কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়।

আন্দোলনের সময় স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো যাতে সাধারণ মানুষ দেখতে পায় এবং জুলাই বিপ্লবের চেতনা যাতে অব্যাহত থাকে সেই লক্ষ্যে এই ভিন্নধর্মী বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতার মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী ছবি, আন্দোলন চলাকালীন বিশেষ মুহূর্তের ছবি, আবেগঘণ মুহূর্তের ছবি, আন্দোলনে ছাত্র-জনতার অবাধে অংশগ্রহণ, ছাত্রদের উপর নৃশংস হামলার চিত্র ইত্যাদি বিষয় উঠে আসবে।

জুলাই বিপ্লবের স্মতি সংরক্ষণে এই ধরণের আয়োজন ব্যাপক ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতাটি শুরু হয় ২১শে নভেম্বর এবং চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত। দর্শকদের ভোট ও একজন দক্ষ বিচারকের বিবেচনায় প্রথম ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।

 
error: Content is protected !!