নওগাঁর রানীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে 'ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লিগ-২০২৪' এর শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (১৫অক্টোবর) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করেন ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান বাবু। এ সময় প্রধান অতিথি হিসাবে ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন ত্রিমোহানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মুত্তালিব, উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, সাইমা আক্তার এবং কাঞ্চল বালা। এছাড়া আরো উপস্থিত ছিলেন রায়হানুল হক( উজ্জ্বল), জুয়েল রানা, ২নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আবুল কালাম চৌধুরী প্রমুখ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।