মোঃ রবিউল হোসেন খান : খুলনা: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও প্রয়াত সকল সম্পাদক, সাংবাদিক ও ফটো সাংবাদিকদের স্মরনে খুলনা জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন উদ্যোগে আজ খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রবিউল গাজী উজ্জলের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী সনি,দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন,দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো : তরিকুল ইসলাম, দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক আমার একুশ পত্রিকার সম্পাদক আতিয়ার পারভেজ, দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমদ আলী খান,বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) এর সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) এর কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে বাপ্পী,খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড: মো: বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের,,সংগঠনের সাবেক সভাপতি মো: জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল,সহ সভাপতি এম এম মিন্টু,কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: সোহেল রানা, নির্বাহী সদস্য বাপ্পী খান,হেলাল মোল্লা।এ ছাড়া ও দোয়া অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দ,খুলনায় কর্মরত গণমাধ্যম কর্মী,বিভিন্ন সংগঠন ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।