আব্দুল হান্নান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত।
শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মেহেদী হাসান। সে শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে। পেশায় থাই-গ্লাসের মিস্ত্রি।
জানা গেছে, মেহেদী ও তার চাচাতো ভাইসহ কয়েকজন কলেজের কনসার্ট দেখতে যায়। কলেজের গেটের বাইরে কয়েকজন যুবকের সঙ্গে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, বগুড়া আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনা জানতে পুলিশ কাজ করছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।