আব্দুল হান্নান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় প্রাইভেটকার দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি মনোয়ারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) ও জয়পুরপাড়ার বাবুল ইসলাম (৫৭), সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
পুলিশ আরো জানান, বিকালে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২০-৫৪৮৩) যোগে বগুড়ায় ফিরছিলেন নজরুল ইসলাম ও বাবুল ইসলাম। সদর উপজেলার গোকুল বাজার এলাকায় গাড়ীটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তারা ২ জন মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।