বগুড়ায় বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করলে পুলিশ।

লেখক:
প্রকাশ: 1 month ago

শুভজিৎ সরকার:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবুল কালাম কালা (৭০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নিহতের নিজ বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল কালাম উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে। পরিবারের দাবি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে৷ পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।

মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে বেরিয়ে উঠানে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তাঁর আহাজারিতে প্রতিবেশিরা টের পেলে পুলিশকে জানায়৷ পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। তারা আরো জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে। এবিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, উদ্ধার করা বৃদ্ধের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

 
error: Content is protected !!