আব্দুল হান্নান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় ১৩ মাস বয়সের ছেলে শিশু সন্তান রেখে ছুম্মা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছুম্মা খাতুন শুভগাছা গ্রামের আযম খন্দকারের মেয়ে।
নিহতের মা তাছলিমা জানান, টাঙ্গাইল জেলার সোহেল রানা সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। মেয়ে তার স্বামীকে নিয়ে আমার বাসায় থাকে। মাঝে মধ্যেই তাদের দুজনার সাথে ঝগড়া হতো। মঙ্গলবার সকালে মেয়ে রেখে সোহেল কাজের উদ্দ্যেশ্যে বাহিরে যায়। সকাল ১০ টার দিকে মেয়ের ঘরের মধ্যে থেকে নাতি শিশুর কান্নার শব্দ পায়। জানালার ফাঁক দিয়ে দেখি মেয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তীরের সাথে ঝুঁলছে। এ সময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে ভিতরে গিয়ে লাশটি নিচে নামায়।
নিহতের স্বামী সোহেল জানান, আজ সকালে কোন ঝগড়া হয়নি। ১৩ মাসের সন্তান রেখে সে আত্মহত্যা করেছে। এখন আমি সন্তানকে কিভাবে মানুষ করব।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মৃত দেহটি হস্তান্তর করা হয়েছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।