আব্দুল হান্নান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সোনাতলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর রহমান রানা (৫৫) গ্রেফতার। মঙ্গলবার রাতে তাকে আগুনিয়াতাইড় গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, রানা ১০ বছর আগে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলার সন্ধিগ্ধ আসামি। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রানার নেতৃত্বে ২০০৮ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। বিগত ১৬ বছর রানা ও তার বাহিনীর সদস্যরা এলাকায় নানা অপরাধের পাশাপাশি টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি ‘দরবার হলের লিডার’ হিসেবে পরিচিত ছিলেন।
২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি সোনাতলা উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা বিএনপির এক নেতা সোনাতলা থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রানা সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার আরেকটি মামলা রয়েছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।