বগুড়া শাজাহানপুরে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

আব্দুল হান্নান
জেলা প্রতিনিধি,বগুড়া।

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৫৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদকে, সদস্যসচিব মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, যুগ্ন সদস্য সচিব হাফেজ মাও:রেজওয়ান হোসাইন,১নং নির্বাহী সদস্য হাফেজ মাও: মানিকুর রহমান।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে এক আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখা।

বগুড়া জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব কাজী মুফতি মাওলানা ইকরামুল হক। আরো উপস্থিত ছিলেন মাওলানা দেওয়ান আনিছুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহেদ প্রমুখ।

আলোচনাসভা অন্তে সকলের সম্মতিতে বর্ণাঢ্য আয়োজনে শাজাহানপুর উপজেলা ওলামাদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন অতিথিরা

 
error: Content is protected !!